শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ৯:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৭ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সন্ধ্যা ৭টার দিকে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরো জানান, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সব সময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

এদিকে ফ্রুটিকা স্টলের কয়েকজন বিক্রয়কর্মী জানান, স্টলের উপরে এখনো ওয়েল্ডিংয়ের কাজ চলছে। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।