আজ শুক্রবার ১৫ই চৈত্র, ১৪৩০, ২৯শে মার্চ ২০২৪

শিরোনাম:
তারাকান্দায় হাতপা বাধা মহিলার মরদেহ উদ্ধার কামারিয়া ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছে ইউপি চেয়ারম্যান আজহার খুলনার মাকসিদুলের বিভীষিকাময় ২৪ ঘণ্টা : গৌরীপুরেটর্চারসেল থেকে আবারও যুবক উদ্ধার \ গ্রেফতার-১ মুক্তিযুদ্ধা মেজবা উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গৌরীপুরে বিএমএসএফের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলেন ১২৮ জন পুলিশের উর্দ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে প্রতারণা।  ডিবির হাতে গ্রেফতার মসিকের উদ্যোগে ৫৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ময়মনসিংহের রাকিবুল হাসান মিলন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ




আজ আসকার ইবনে শাইখ এর জন্মবার্ষিকী, জীবনী ও সাহিত্যকর্ম

আসকার ইবনে শাইখ সাহিত্যিক ও নাট্যকার হিসাবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি ছিলেন গল্প লেখক, সংগঠক, ভাষাসৈনিক, সাহিত্য সমালোচক, ইতিহাসবেত্তা ও শিক্ষাবিদ। প্রায় সত্তর বছর যাবত আলো ছড়িয়েছেন তরুণ সমাজ, বুদ্ধিজীবীদের মাঝে। পেশা অধ্যাপনা হলেও নাটকে তাঁর আগ্রহ তাকে এদেশের আধুনিক নাট্যজগতের ভিত্তি তৈরি করতে সহায়তা করে। সংস্কৃতির জগতে তাঁর তুল্য আরেক জন মানুষ এদেশের মাটিতে বিরল।

আসকার ইবনে শাইখ এর জীবনী ও সাহিত্যকর্ম

তিনি ছিলেন একাধারে নাট্যকার, নাট্য সংগটন পরিচালক, নির্দেশক ও অভিনেতা। মঞ্চ, রেডিও,টেলিভিশন, সিনেমা সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। শুধু সামাজিক নয়, এদেশের মানুষের গোটা ইতিহাসকেও তিনি রূপান্তর করেছেন তাঁর নাট্যকর্মে। নাটকই তাঁকে খ্যাতির চুড়ায় পৌঁছে দিয়েছে।

বিশিষ্ট এই সাহিত্যিকের জন্ম – ১০ মার্চ, ১৯২৫ সালে।
অন্যতম এই লেখকের পৈত্রিক নিবাস – ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বোকাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামে।
বিশিষ্ট এই নাট্যকারে প্রকৃত নাম – মোহাম্মদ ওবায়েদুল্লাহ।
বিশিষ্ট এই লেখকের শিক্ষাজীবন – তিনি ১৯৪১ সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। এরপর আনন্দোমহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি জড়িত হন – ভাষা আন্দোলনের পথিকৎ সংগঠন তমদ্দুন মজলিসের সাথে।
তিনি পেশাগত জীবন শুরু করেন – ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যাপনার মাধ্যমে।
’বিরোধ’ কোন জাতীয় রচনা – নাটক।
তাঁর প্রথম নাটক – ‘বিরোধ’।
’বিরোধ’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৪৭ সালে আবদুল হাই মাশরেকীর সহায়তায় প্রকাশিত হয় কলকাতা থেকে।
’বিরোধ’ নাটকটি প্রকাশ করেন – সওগাত পাবলিকেশন্সের মোহাম্মদ আলী।
’বিদ্রোহী পদ্ম’ কোন শ্রেণীর রচনা – নাটক ।
’বিদ্রোহী পদ্ম’ নাটকটির রচয়িতা – আসকার ইবনে শাইখ।
১৯৫২ সালে-’বিদ্রোহী পদ্ম’ নাটকটি প্রকাশিত হয় ।
তাঁর রচিত ’মৃত্যু-ক্ষুধা’ এবং ‘পদ্মগোখরা’ হলো – সামাজিক নাটক। ’মৃত্যু-ক্ষুধা’ (১৯৫১, জাতীয় কবির মৃত্যু-ক্ষুধা উপন্যাসের একাংশের নাট্যরূপ) এবং ‘পদ্মগোখরা’ (১৯৮৮, জাতীয় কবির পদ্মগোখরা উপন্যাসের নাট্যরূপ)।

আসকার ইবনে শাইখ এর জীবনী ও সাহিত্যকর্ম

’দেওয়ানা মদিনা’ কোন জাতীয় রচনা – সামাজিক নাটক।
’দেওয়ানা মদিনা’ নাটকটির রচয়িতা – আসকার ইবনে শাইখ।
১৯৬০ সালে-’দেওয়ানা মদিনা’ নাটকটি প্রকাশিত হয় ।
তাঁর রচিত সামাজিক নাটকের মধ্যে রয়েছে – ’পদক্ষেপ’(১৯৪৮), ’দুরন্ত ঢেউ’(১৯৫১), ‘শেষ অধ্যায়’(১৯৫২), ‘অণুবর্তন’(১৯৫৩), ‘বিল বাঁওড়ের ঢেউ’(১৯৫৫), ‘এপার ওপার’(১৯৫৫), ‘প্রতীক্ষা’(১৯৫৭), ‘প্রচ্ছদপট’(১৯৫৮), ’কবি চন্দ্রাবতী’(১৯৬৫), ’লীলা-কঙ্ক’(১৯৬৫), ‘অতল সায়র’(১৯৬৬), ’এন্টারভিউ’(১৯৮১) এবং ‘বয়াতীর ভিটা’(২০০৬) প্রভৃতি।
’আগ্নিগিরি’ একটি – ঐতিহাসিক নাটক।
তাঁর রচিত ’আগ্নিগিরি’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৫৮ সালে।
’তিতুমীর’ কোন জাতীয় রচনা – ঐতিহাসিক নাটক।
’তিতুমীর’ নাটকটির রাচয়িতা – আসকার ইবনে শাইখ।
১৯৫৭ সালে-’তিতুমীর নাটকটি প্রকাশিত হয়
’অনেক তারার হাতছানি’ কোন জাতীয় রচনা – নাটক।
’অনেক তারার হাতছানি’ নাটকটির রচয়িতা – আসকার ইবনে শাইখ।
১৯৫৭ সালে- ’অনেক তারার হাতছানি’ নাটকটি প্রকাশিত হয় ।
তাঁর রচিত ’মহাবিজয়’ একটি – ঐতিহাসিক নাটক।
’মহাবিজয়’ নাটকটি প্রকাশিত হয় – ১৯৮০ সালে।
তাঁর রচিত উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে – ‘রক্তপদ্ম’(১৯৫৭), ‘টিপু সুলতান’(১৯৫৮), ‘লালন ফকির’(১৯৫৯), ‘তাহ্মিনা’(১৯৬৮), ‘অশ্রুনির্ঝর’(১৯৬৮), ‘প্রতিধ্বনি’(১৯৮০), ‘আক্রান্ত যখন’ (১৯৮০),‘কর্ডোভার আগে’(১৯৮০), ‘রাজপুত্র’ (১৯৮০),‘রাজা-রাজ্য-রাজধানী’ (১৯৮১),‘মেঘলা রাতের তারা’ (১৯৮১),‘কন্যা জায়া জননী’ প্রথম খন্ড (১৯৮৭), ’কন্যা জায়া জননী’ ২য় খন্ড (১৯৮৭) এবং ‘স্বপ্ন সোনারগাঁও’(২০০৬) প্রভৃতি।

আসকার ইবনে শাইখ এর জীবনী ও সাহিত্যকর্ম

’চান্দের ভিটা’ কোন জাতীয় রচনা – গীতিনাট্য।
’চান্দের ভিটা’ গীতিনাট্যের রচয়িতা – আসকার ইবনে শাইখ।
১৯৬১ সালে-’চান্দের ভিটা’ রচনাটি প্রকাশিত হয় ।
’মীরজাফরের পালা’ কোন ধরনের রচনা – ঐতিহাসিক কাব্যনাট্য।
’মীরজাফরের পালা’ ঐতিহাসিক কাব্যনাটের রচয়িতা – আসকার ইবনে শাইখ।
’দৌলত আলীর সন্তানেরা’ কোন জাতীয় রচনা – ঐতিহাসিক কাব্যনাট্য।
’দৌলত আলীর সন্তানেরা’ ঐতিহাসিক কাব্যনাট্যের রচয়িতা – আসকার ইবনে শাইখ।
’দুষ্টিফুল’ কোন জাতীয় রচনা – কিশোর কাব্যনাটক।
তাঁর রচিত ‘দুষ্টিফুল’ কিশোর কাব্যনাটকটি প্রকাশিত হয় – ১৯৬২ সালে।
তাঁর রচিত ’বাদুড়’ একটি – কিশোর কাব্যনাটক।
’বাদুড়’ কিশোর কাব্যনাটকটি প্রকাশিত হয় – ১৯৬৩ সালে।
’যন্ত্রনার চাপ’ কোন জাতীয় রচনা – অনুবাদ নাটক।
তাঁর রচিত অনুবাদ নাটক ‘দন্তচাপ’ প্রকাশিত হয় – ১৯৬৪ সালে।
তাঁর রচিত গানের সংকলন ’নবজীবনের গান’ প্রকাশিত হয় – ১৯৫৯ সালে।
’কালো রাত তারার ফুল’ কোন জাতীয় রচনা – গল্প সংকলন।
-’কালো রাত তারার ফুল’ গল্প সংকলনের রচয়িতা – আসকার ইবনে শাইখ।
’১৯৮২ সালে-কালো রাত তারার ফুল’ গল্প সংকলনটি প্রকাশিত হয়
তাঁর গবেষণা প্রবন্ধের মধ্যে রয়েছে – ‘বাংলা মঞ্চ নাটকের পশ্চাতভুমি’(১৯৮৬) এবং ‘বাংলা সাহিত্যের ক্রমবিকাশ প্রসঙ্গে’(১৯৯১) প্রভৃতি।

আসকার ইবনে শাইখ এর জীবনী

তাঁর রচিত ইতিহাস গ্রন্থের মধ্যে রয়েছে – ‘মুসলিম আমলে বাংলার শাসনকর্তা’(১৯৮৬), ‘ক্রুসেডের ইতিবৃত্ত’(১৯৯৪) প্রভৃতি।
তাঁর অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে – ‘বৈষয়িক উন্নয়নের গতিপথে’(১৯৬৩), ‘উত্তরণ’(১৯৬৪), ‘কাজের দিনের ভোর’(১৯৬৫), ‘মার্কিন পুঁজিবাদ’(১৯৬৬), ‘আমেরিকার অর্থনৈতিক সাধারণতন্ত্র’(১৯৬৭) প্রভৃতি।
আসকার ইবনে শইকের অপ্রকাশিত রচনাবলির মধ্যে রয়েছে – ‘সপ্তডিঙ্গা মধুকর’(৭টি কিশোর গীতি-নাট্য), ‘নদী নিরবধি’ (৭টি সামাজিক নাটক), ‘বাংলাদেশের উদ্ভব কথা’ ‘বাংলাদেশে ইসলামের উন্মেষ’ এবং ‘পলাশীর পথে ও মীরজাফরী নবাবী’ প্রভৃতি।
তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৬১ সালে।
বিশিষ্ট এই সাহিত্যিক ‘একুশে পদক’ লাভ করেন – ১৯৮৬ সালে।
তিনি ইসলামিক ফাইন্ডেশন পুরস্কার পান – ১৯৮৭ সালে।
অন্যতম এই সাহিত্যিক টেনিশিয়ান পুরস্কার লাভ করেন – ১৯৮৯ সালে।
বিশিষ্ট এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন – ১৮ মে, ২০০৯ সালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১