বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অস্কার জিতে ইতিহাস গড়ল কোরিয়ান ‘প্যারাসাইট’

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১০, ২০২০, ১:৫৭ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

এ বছর অস্কার জিতে ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’। এই প্রথম ইংরেজি ভাষা ছাড়া ভিন্ন কোনো ভাষার সিনেমা অস্কার পেল।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫টায় শুরু হয় সিনেমা জগতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

শুধু সেরা চলচ্চিত্র নয়, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্যারাসাইট সিনেমা। খবর গার্ডিয়ান ও বিবিসির

অস্কার জেতার দৌড়ে এবার এগিয়ে ছিল ‘জোকার’ সিনেমাটি। কিন্তু অস্কার জিততে না পারলেও জোকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনেক্স সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেছেন রেনে জেলওয়েগার। জুডি চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ডের ভূমিকায় অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

টি.কে ওয়েভ-ইন