শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অসহায়ের পাশে ময়মনসিংহ জিলা স্কুল ৮৭ ব্যাচ শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ৬, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ
এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
বিশ্বব্যাপী চলমান করোনা বিপর্যয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুলের ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাদের হাতে তুলে দিয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ জিলা স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। স্বনামধন্য এ বিদ্যাপীঠ থেকে সাফল্যের সাথে বের হয়ে দেশ-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত শিক্ষার্থীদের সঞ্চিত অর্থ দিয়ে তাঁরা মহতী উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ কর্মবিরতিতে থাকা অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটাতে পেরে তাঁরা আনন্দিত ও সমাজের সম্পদশালী বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। প্রতিটি ব্যাগে রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন মোঃশহিদুজ্জামান, আনোয়ারুল হক টুটুল, মোঃ দিদারুল আলম তরফদার, শামিম আজাদসহ আরো অনেক শিক্ষার্থীরা।