মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অপদার্থের জন্য মায়ের ব্যকুলতা- তরিকুল ইসলাম সৌরভ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ
যেদিন আমি হারিয়ে যাবো,
বুঝবে মা তুমি বুঝবে।
বঙ্গার বাড়ির মাঠে আমায়,
দু-চোখ ভরে খুজবে।
সেদিন আমায় পাবে নাকো,
খুজবে সবার ধারে।
আমায় যখন পাবে না মা,
বকবে তুমি কারে।
সবাই তখন খেলার ছলে,
থাকবে খেলায় মেতে।
তোমার মনে একটি কথাই,
যদি আমায় দেখতে পেতে।
আমায় তুমি না পেয়ে মা,
ফিরবে খালি হাতে।
ভাবনা তোমার মনের মাঝে,
আমি নেই কেনো সাথে।
খাবার টেবিলে সবগুলো চেয়্যার,
হয়তো ভরে রইবে।
আমার চেয়্যারটা এক কোণেতে,
খালি পড়েই থাকবে।
ভাত ভেড়ে থাকবে বসে,
ছেলে ফিরবে আজি।
মনের দরজায় কড়া নাড়ে,
ফিরলো ছেলেটা বুঝি।
দরজা খুলেই মন হাহাকার,
ছেলে ফিরলো নাতো।
ভাববে তুমি আসবেই একদিন,
আশা হারাবো নাকো।
সেদিন আমি বড্ড বেশি,
জেদ করিবো মাগো।
লুকিয়ে আমি দেখবো তোমায়,
কবু আমায় পাবে নাকো।
অশ্রুসিক্ত নয়ন দিয়ে,
আকাশ পানে দেখো।
মনটা একটু হালকা হলেও,
অপদার্থ ছেলো আর ফিরবে নাকো।
টি.কে ওয়েভ-ইন