বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য বাংলাদেশের দু’জন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসির ইভেন্ট পরিচালনার জন্য বাংলাদেশের দুইজন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। আইসিসি’র নিয়োগ পাওয়া এই দুই আম্পায়ার হচ্ছেন- মাসুদুর রহমান মুকুল ও সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।

আগামীকাল মঙ্গলবার তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তারা বিসিবি’র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকলেও এর আগে আইসিসির কোন ইভেন্টেই আনুষ্ঠানিক দায়িত্ব পাননি।

এবারের ইভেন্টে মুকুল চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। আর সৈকত পরিচালনা করবেন তিনটি ম্যাচ। এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারেরও দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশী।

আগামী ১২ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে এই যুব বিশ্বকাপ।