শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনাস্থা প্রস্তাব খারিজ, টিকে গেলেন ইমরান খান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ এপ্রিল, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরী। আজ রোববার, ৩ এপ্রিল বিশেষ অধিবেশনে প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়।

এর ফলে ক্ষমতায় টিকে গেলেন ক্রিকেটার থেকে ঝানু রাজনীতি বনে যাওয়া ইমরান খান। একই সঙ্গে গত কয়েক দিন ধরে চলা দেশটিতে রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটল।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব দেশটির সংবিধানের ৫ ধারা বলে নাকচ করেছেন ডেপুটি স্পিকার।