বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অক্সিজেন না পেয়ে ভারতে আরও ২৪ করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ মে, ২০২১
||
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২১, ২:১৫ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

দিল্লি, উত্তরপ্রদেশের পর এবার অক্সিজেনের অভাবে কর্নাটকের সরকারি হাসপাতালে ২৪ জন কোভিড রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার চামরাজনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছ, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করা হয়েছে।

চামরাজনগর জেলা হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘রোববার রাত ১২টা থেকে ২টার মধ্যে এসব রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গেছে।

টি.কে ওয়েভ-ইন