আজ সোমবার ২০শে অগ্রহায়ণ, ১৪৩০, ৫ই ডিসেম্বর ২০২৩

||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১২:১৭ অপরাহ্ণ




সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা

বাহাদুর ডেস্ক :

রোববার সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা। সোমবার থেকে আবারও জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তর এমন আভাস দিয়েছে।

আগের দিনের ধারা অব্যাহত রেখে শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে শীতের তীব্রতা কম ছিল। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর হিমেল হাওয়ার সঙ্গে শীত কিছুটা বাড়তে থাকে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সমকালকে বলেন, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিকেল নাগাদ বৃষ্টি থেমে শীতের তীব্রতা বাড়তে পারে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে শীত আরও জেঁকে বসতে পারে। এর মধ্যে বছরের প্রথম ও মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে, সারাদেশে জানুয়ারির প্রথম দিন থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে শনিবার সকাল ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। পৌষ মাসে বৃষ্টিপাত অস্বাভাবিক না হলেও মৌসুম অনুযায়ী একদিনেই অস্বাভাবিক বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। সন্ধ্যা ৬টায় শেষ ২৪ ঘণ্টার রেকর্ডে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় রাঙামাটিতে ৩৭ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১