বিষন্ন এই জীবনে
নীরব কিছু কষ্ট, কিছু স্মৃতি
নীরবে নিভৃতে
একাকী আগমনে ভাবি
মন বুজার থাকে না কেউ
কষ্টের নদী বয়ে চলে নিরবধি
বিষন্ন যাত্রা পথের পথিক আমি একেলা
সঙ্গী হয় না কেউ
দু:খের যাত্রা বেলায়
বিষন্ন এই জীবনে আমিই আমার সঙ্গী।
সঙ্গী : আবিদা সুলতানা ঝুমা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩আবিদা সুলতানা ঝুমা || কবি
- প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৬, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ণ
