এম.এ আজিজ, ময়মনসিংহ : করোনা মোকাবেলায় মাঠে কর্মরত সাংবাদিকদের জন্য মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক পিপিই, মাস্ক, গ্লাভস ও হ্যাড সেনিটাইজার প্রদান করেছেন। ময়মনসিংহ প্রেসকাব মিলনায়তনে প্রেসকাবের সাধারন সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় এর হাতে জেলা প্রশাসক মিজানুর রহমান এই সামগ্রী তুলে দেন। এ সময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি হারুন অর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা বিশ্বব্যাপী সমস্যা। আমাদের অনেক লম্বা পথ এগিয়ে যেতে হবে। তাই সকলকে ধৈর্য সহকারে চলতে হবে।