রবিবার, ৪ঠা জুন ২০২৩ -|- ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০-গ্রীষ্মকাল -|- ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে ডিবির অভিযানে দুই হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২২, ৭:৪০ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে মাসকান্দা পলিটেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, পুলিশ সুপার হোমাঃ আহমার উজ্জামানের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে মাসকান্দা পলিটেকনিক্যাল মোড় থেকে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, তারাকান্দার মোঃ বাবুল ও মাসকান্দা গণসারমোড়ের ফজর আলী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।