ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম আইন শৃংখলা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়মনসিংহ জেলা সদরের চর নীলয়িা পাড়া লীপুর এলাকায় ওএমএস চাল রিক্সাযোগে কালোবাজারে পাচারকালে স্থানীয়দের সহযোগীতায় পশর আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বস্তা ওএমএস এর চাল উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৩০ কেজি করে ১৫০ কেজি চাল রয়েছে। সরকারি সিলমোহরযুক্ত চাল বহনকারী গ্রেফতারকৃত রিক্সা চালক পশর আলী পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তোসজনক জবাব দিতে পারেনি বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, চরনিলীয়া ইউপি মেম্বার হানিফ উদ্দিন অধিক লাভবান হওয়ার জন্য চলমান সংকটে ওএমএস এর চাল কমদামে কিনে করে বেশী দামে বিক্রির জন্য পরস্পর যোগসাজশে গোপনে তার বাড়ীতে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ মতা আইনে মামলা রুজু করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিবি’র টিম চলমান সংকট মূহুর্তে বিভিন্ন থানায় এবং ইউনিয়নে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। যাতে ওএমএস এবং সরকারি ত্রাণ বিতরণসহ গবীর দুঃখিদের প্রাপ্যতা বন্টনে কোন চক্র বা প্রভাবশালীরা অনিয়মের মাধ্যমে লুটতরাজ করতে না পারে। পুলিশ আরো জানায়, ঘটনার মূলহোতা হানিফ উদ্দিন মেম্বারসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।