বিভাগীয় শহর ময়মনসিংহে অত্যাধুনিকতার ছোঁয়া, নতুনত্ব, রূপচর্চার ব্যতিক্রমী আয়োজনে যাত্রা শুরু করলো মনসা বিউটি সেলুন ও বুটিকস। শহরের ২৫নং আঠারবাড়ি বিল্ডিং এলাকায় বৃহস্পতিবার (২১ এপ্রিল/২০২২) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সহধর্মিণী অধ্যাপক দিলরুবা শারমীন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আসিফ হোসেন ডন।
প্রতিষ্ঠানটির কর্ণধার সমাপ্তি পাল জানান, নারীদের সৌন্দর্য্যবর্ধনে আমরা কাজ করছি। মনসা বিউটি সেলুন এবং বুটিকসে বর্তামনে বিউটি সংক্রান্ত কনে সাজানো, বর সাজানো, পার্টি মেকাপ, ম্যসাজ, ফেসিয়াল মেনিকিউর, পেডিকিওর, নাক কান ফুরানো, মেহেদী বডি স্পা, হেয়ার ট্রিটমেন্ট সহ অন্যান্য সেবা স্পেশাল কেয়ারে করছি। আরো সমৃদ্ধ করার ইচ্ছে রয়েছে। আমরা অবশ্যই ব্যতিক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধারের পিতা গৌরীপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল, ময়মনসিংহ ফ্রেন্ডস ৯৭’র বন্ধু নাসির হোসাইন, দেবাশীষ সরকার রকেট, কমলী রায় প্রমুখ।