মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৫মার্চ/২০২২) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া সিদ্দিকিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসার উদ্যোগে শত আলেমের কন্ঠে ইসলামী সংগীতের ব্যানারে উচ্চারিত হয় ‘দেশাত্ববোধক সংগীত’।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়দুর রহমান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, নুর ইসলাম, আব্দুল রউফ মোস্তাকীম, জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজীব প্রমুখ।
গান শোনতে লিংকে ক্লিক করুন :