বিএনপির কেন্দ্রীয় অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এরাকায় বুধবার (১নভেম্বর/২৩) সকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে ঝটিকা বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল ও অবরোধ পালনের জন্য বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, যুবদনেতা মুস্তাফিজুর রহমান হানিফ, মোহাম্মদ মজিবুর রহমান ফকির, মাজহারুল ইসলাম প্রত্যয়, কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, রজব আলী সরকার, মো. উজ্জল মিয়া, কাসেম মিয়া, রাজন, সজীব চৌধুরী, অলিউল্লাহ অলি প্রমুখ।