সুইডেনের রাজধানীতে কোরআনকে অবমাননা করার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলাম উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিাত হযেছে।
মঙ্গলবার বিকেলে ইত্তেফাকুল উলামা ডাকে বিভিন্ন ইউনিয়ন থেকে মুসলিম জনতা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা র্মাকাজ মসজিদের সামনে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে সমাবেশ করেন।
ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি, জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম হামিদি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, ইত্তেফাকুল উলাম উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, নাইমুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি আয়াতুল্লাহ প্রমুখ।