বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৩ -|- ৬ই আশ্বিন, ১৪৩০-শরৎকাল -|- ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় ‘ইতিহাস বহে নিরবধি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় কাব্যগ্রন্থ ইতিহাস বহে নিরবধি’ এর মোড়ক উন্মোচন ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৬ সেপ্টেম্বর/২৩) অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা’র জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবিব মোহন।
আমন্ত্রণে ছিলেন বিশেষ অতিথি মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ¦ এম.এ ওয়াহেদ, পৌরসভার মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট শাহ মো. আশরাফুর হক জর্জ, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. আব্দুর রহিম মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল।