আজ বৃহস্পতিবার ৬ই আশ্বিন, ১৪৩০, ২১শে সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ




প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নিতে ঢাকার পথে গৌরীপুর ছাত্রলীগ!

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র মহাসমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সমাবেশ সফল করতে শুক্রবার (১ সেপ্টেম্বর/২০২৩) ভোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা’র ব্যবস্থাপনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের নেতৃত্বে দুই সহস্রাধিক প্রতীকি ‘নৌকা’ নিয়ে ঢাকার পথে রয়েছে গৌরীপুর উপজেলা ছাত্রলীগ।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বহরকারী বাসগুলো সকাল ৭টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১ সেপ্টেম্বর ছাত্র সমাবেশ ও পরেরদিন ২ সেপ্টেম্বর শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন। দুইটি সমাবেশেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’টি সমাবেশে গৌরীপুর থেকে সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা কাজ করেছি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক জানায়, জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক ও মুক্তিকামী স্বাধীনতায় বিশ^াসী জনতার প্রতীক হলো ‘নৌকা’। আমরা আজকের সমাবেশে দুই হাজার সোনালী রঙের প্রতীকি নৌকা নেতাকর্মীদের উপহার দিয়েছি। তাদেরকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।
এদিকে প্রায় ২মাস ১০দিন হলো বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের ২০ জুন/২০২৩ অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্তক্রমে এ তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। এ আদেশের মধ্য দিয়ে বিরোধপূর্ণ গৌরীপুর উপজেলা ছাত্রলীগের দু’কমিটির দ্বন্দ্বের অবসান ঘটে। তবে নতুন কমিটি গঠিত না হওয়ায় ছাত্রলীগের কার্যক্রমে সাংগঠনিক শূন্যতা বিরাজ করছে।
জানা যায়, গত ৪ ডিসেম্বর আলী ইকরাম রনিকে সভাপতি ও সাব্বির আহমেদ রাসিককে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন তার নিজস্ব ফেসবুকে ৫ডিসেম্বর রাত ৭টা ৩১মিনিটে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ৫ডিসেম্বর পুনঃবহাল হন হুমায়ুন কবীর। তার পুনঃবহালের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুকে ৬ডিসেম্বর সকাল ১০টা ৯মিনিটে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
এ দিকে ছাত্রলীগের এ কমিটি ঘোষণার বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষুব্দ হয়ে উঠেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বাধীন ছাত্রলীগের কমিটি বহাল রাখার দাবি জানিয়ে মিছিল ও জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের কুশপুত্তলিকা বানিয়ে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়।
এসব ঘটনার পরে বিরোধপূর্ণ অবস্থানেই উপজেলা ছাত্রলীগের কার্যক্রম দু’ভাগে বিভক্ত হয়ে যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিককের নেতৃত্বাধীন একটি গ্রুপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে অপর গ্রুপটিও নানা কার্যক্রম চালিয়ে আসছিলো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০