ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি/২০২২) উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানীয় পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুরা রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, মো. মোজাহিদুল ইসলাম, আবু রায়হান, মো. আব্দুর রাশিদ, ফেরদৌসী জান্নাত খান, ফারজানা জান্নাত খান, আমিনুল্লাহ মমতাজি, সরযুবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাত হোসেন খান, নওয়াগাঁয়ের মো. আব্দুল মান্নান, রামগোপালপুরের মাহমুদা জেসমিন, এমএ জলিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনাত মাশরুরা ফাতেমা প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয়ে ১৮০টি মাস্ক, ১০ কেজি ব্লিচিং পাউডার, ৬০টি সাবান ও ৫লিটার হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী জানায়, বিভাগীয় দপ্তরের নির্দেশনা মোতালেব তাৎক্ষনিকভাবে বিদ্যালয়কে পাঠদানের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেকটি শ্রেণিকক্ষকে পাঠদান উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে।