প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৫ জানুয়ারি/২০) তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্দুল করিমকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপরে বিক্ষোভ করে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুদ রানা’র নিকট সুবিচার চেয়ে স্মারকলিপি পেশন করেন।
স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুদ রানা। তিনি জানান, আসামীকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ ইলিয়াছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জি.এম সেলিম রেজা। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মামুন উর রশিদ, চঞ্চলা রানী রায়, সাধারণ সম্পাদক শিপন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক আকন্দ, মোঃ আব্দুর রকিব, সহসাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাসমত আলী, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হালিম প্রমুখ।
বক্তরা জানান, এই চেয়ারম্যান ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খানকে লাঞ্ছিত করেন। এসব ঘটনায় কোন বিচার না হওয়ায় আমরা একের পর একজন হামলা ও লাঞ্ছনার শিকার হচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে কর্মবিরতীসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ দিকে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি/২০) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ে সরকারি কম্বল নিতে আসেন চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর। কম্বল দিতে অস্বীকৃতি জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল করিমকে শারীরিকভাবে লাঞ্চিত ও খুনের হুমকি দেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর জানান, আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, এর বাহিরে কিছু হয় নাই। আনিত অভিযোগ মিথ্যে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, সরকারি কর্মচারীকে লাঞ্ছিতের ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
টি.কে ওয়েভ-ইন