আজ রবিবার ১৯শে চৈত্র, ১৪২৯, ২রা এপ্রিল ২০২৩

রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ




তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের উৎপাত

য়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের উৎপাত বেড়েই চলেছে এসব দালালের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে সেবা নিতে আসা রোগীরা
জনা গেছে গত বছর ১৯ ফেব্রুয়ারি ৫০ শয‍্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সহ ১৫ জন চিকিৎসক ৭ জন নার্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ আউটডোর চালু হয়।
প্রতিদিন চার শতাধিক সেবা প্রর্থী আউটডোরে চিকিৎসার পাশাপাশি বিনামুল্যে ঔষধ প্রধান করা হচ্ছে।
এ সুযোগে হাসপাতালের আশেপাশের কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের ৫-৭ জন  নারী পুরুষ সকাল ৯ টা থেকে দুপুর ২টা পযর্ন্ত আউটডোরে রোগীদের পিছু নেয় এক পর্যায়ে চিকিৎসা সেবা নিতে আশা নারী ও পুরুষদের টিকিট করে দেয় পড়ে ঐ রোগীকে নিয়ে চিকিৎসকের রোমে যায়।
ডাক্তার রোগীর বিভিন্ন শারীরিক বিষয় জানার পর প‍্যাথলজি পরিক্ষা নিরিক্ষা করতে বলেন।
তখন ওই দালালরা ওই রোগীকে তাদের পছন্দ মতো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এসময় প্রায়ই রোগীদের সাথে দালালদের টানাটানি,কথা বার্তা ও বাকবিতণ্ডার শুরু হয়।
উক্ত হাসপাতালে সেবা নিতে আশা গ্রামীন নারী পুরুষ হয়রানির শিকার হচ্ছে।
মাঝিয়ালী গ্রামের জামিলা (৪০) পূর্ব তালদিঘী গ্রামের রহিমা (৫৫) গোয়াতলা গ্রামের মরম আলী (৬২) জানান গত তিন চার দিন আগে উক্ত হাসপাতালে চিকিৎসা নিতে যাই।সাথে সাথেই টিকিট কাউন্টারে বোড়কা পড়া দুজন মহিলা জানায় দেন আমি টিকিট কেটে দেয় তখন ওই বোড়কা মহিলারা আমাদের ডাক্তারের রোমে নিয়ে যায়।
ডাক্তার আমার আমাদের কে বিভিন্ন পরিক্ষা দেয় আমরা ডাক্তারের রোম থেকে বের হওয়ার পড়েই  ওই দালালরা আবার টিকিট নিয়ে যায়
এবং তাদের পছন্দ মতো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এরপর বলে হাসপাতালে ভালো ডাক্তার নেই এখানে ভালো চিকিৎসা হবেনা এভাবেই রোগীদের সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা বঞ্চিত করছে দালালরা




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০