এম.এ আজিজ/ রফিক বিশ্বাস, তারাকান্দা :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আজিজুল ইসলাম মন্ডল (৩২) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আরও তিনজন গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, নজরুল (৪৫) মাজহারুল ইসলাম (২৪) সাইফুল (৩৫) শনিবার দুপুরে উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আজিজ ওই গ্রামের মৃত আঃ মজিদ মন্ডলের ছেলে বলে জানা গেছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, উপজেলার বালিখা ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম ও আজিজুলদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে মসজিদের সামনে শফিকুলের নেতৃত্বে বেশ কয়েকজন আজিজুলসহ ৪ জনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে এলোপাথারী কুপিয়ে আহত করে। তিনি আরও জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।