-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, রাজনীতি, স্লাইড
- তারাকান্দায় গালাগাঁও ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
- প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৬, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় গালাগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি’র) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিত সভা অনুষ্টিত হয়েছে।
জানা গেছে. আজ রবিবার মুলাবাড়িস্থ গালাগাঁও ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে পরিচিত সভা সভাপতিত্ব করেন.গালাগাঁও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তালুকদার।
উক্ত পরিচিতি সভা বক্তব্য রাখেন. তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী. সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার. ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আন্জুনা কবীর.উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন. মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন.উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান. উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন.মোঃ নাজমুল হোসেন।l
এই বিভাগের আরও খবর