বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ -|- ১২ই আশ্বিন, ১৪৩০-শরৎকাল -|- ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক।।
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২১, ২:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দায় শত বছরের দখলীয় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রবিদাস পরিবার। জানা গেছে, উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন রবিদাস সম্প্রদায় শত বছর ধরে বসবাস করে আসছে। মধুমোহন রবিদাস জানান, ময়মনসিংহ- শেরপুর-হালুয়াঘাট সড়কের পাশে গোপালপুর মৌজা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় ভূমি বিক্রি করলেও ক্রেতাদের দখল বুঝিয়ে দিতে পারছে না। প্রতিবেশী এমদাদুল হক মিন্টু গংদের ভয়-ভীতি ও হুমকিতে আতঙ্কিত অবস্থা দিনাতিপাত করছে। আজ সোমবার এলাকাবাসী ব্যানারে ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কের উপজেলার গোপালপুর বাজারে এক মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শুভ রবিদাস, মধুমোহন রবিদাস প্রমুখ|<<টি.কে ওয়েভ-ইন>>