রোববার সকাল থেকে গৌরীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছুটে যায় সোমনাথ সাহার নেতৃত্বে নানা রঙের বর্ণের লেখায় যাত্রীবাহী বাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা সফল করতে তিনি ছিলেন সরব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে বিশাল কর্মীবাহিনী দিনরাত পরিশ্রমে ‘চমক দেখান’ ময়মনসিংহে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে তৈরি করছেন নিজস্ব বলয়।
উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থিত নেতাদের নিয়ে জনসভা সফল করতে ময়মনসিংহে বিশাল শোডাউন দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোমনাথ সাহা।
রোববার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জনসমাবেশ লোকারণ্য হয়ে উঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। গত ১৩ বছরে দেশের মানুষের ভাগ্য বদল করেছে। মানুষের মাথা পিছু আয় বেড়েছে, দেশে পদ্মা সেতু হচ্ছে নিজেদের টাকায়। বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর কন্যা শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আজ বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের মানুষের কাছে উদাহরণ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কবীর উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক শামীম, মমতাজ উদ্দিন প্রমুখ।