আজ বৃহস্পতিবার ৬ই আশ্বিন, ১৪৩০, ২১শে সেপ্টেম্বর ২০২৩

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ




জাতীয় পাটির সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২৩তম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে পালিত

জাতীয় পাটির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর/২৩) কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
জাতীয়পার্টির আলোচনা সভায় বক্তরা বলেন, এরশাদের শাসনালম ছিলো দুর্নীতিমুক্ত উন্নয়নের স্বর্ণযুগ। তার শামনামলে প্রয়াত নুরুল আমিন খান পাঠান এ উপজেলায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এ উপজেলাকে শিক্ষা নগরীতে পরিণত করেন। তার আগে ও পরে এতো শিক্ষা প্রতিষ্ঠান আর কেউ করতে পারেন নাই।

উপজেলা জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি করেন শামছুজ্জামান জামাল। সহ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাবেক আহŸায়ক কামরুর আহসান দিবাকর, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, পৌর সাংগঠনিক সম্পাদক মো. অলি উল্লাহ, বোকাইনগর জাতীয়পার্টির সভাপতি আব্দুল গফুর, মাওহা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাঞ্চন, রামগোপালপুরের আহŸায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মজিবুর রহমান, ডৌহাখলার আহŸায়ক কারীম উদ্দিন, যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদ, জাতীয়পার্টির নেতা স্বপন মিয়া, ফজলুল হক, নজরুল মিয়া, ছফুর উদ্দিন, হোসেন আলী, রুবেল মিয়া, আব্দুল হেলিম, মিলন মিয়া, জুয়েল মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহŸায়ক সাইফুল্লাহ আল হাবিব, সিনিয়র যুগ্ম আহŸায়ক মুনতাসির আল মামুন, লিংকন আহমেদ, আবু হানিফ প্রমুখ।

এদিকে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। বক্তব্য রাখেন মাদরাসার প্রভাষক মো. মাহবুবুল আলম, মো. জৈন উদ্দিন, মাহবুব আহমেদ, মো. নুর ইসলাম, ওয়ালী উল্লাহ, মো. আল মাসুদ, সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব, বিলকিস আঞ্জোমানারা, নিবাস চন্দ্র বর্মণ, মোহাম্মদ ইয়াহিয়া, ফারজানা নাসরিন, ফাতেমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, এবতেদায়ী প্রধান মোহাম্মদ আলী, জুনিয়র শিক্ষক মো. আলী জামাল, মো. ইদ্রিস আলী, মৌলভী মো. সোহেল মিয়া প্রমুখ।
অনুরূপ কর্মসূচী শেষে স্মরণ সভায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আজিজুল হক। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুপম রশিদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার মো. আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক পৌর কমিশনার শাহজাহান মিয়া, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, উপজেলা জাতীয়ার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হান্নান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম, মাওলানা মো. আব্দুল বারী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হান্নান।

এদিকে শাহ্গঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুশ শাকুর। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, উজ্জল কুমার সরকার, প্রভাষক মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কদ্দুছ প্রমুখ। সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. মন্জুরুল হক। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. আজিজুল হক, ক্বারী ওয়াজেদ মুনশী, সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ কালন, মো. খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম, মাওানা মো. আব্দুল হাই, মো. আশরাফুল ইসলাম, শাহিনুর ফেরদৌস, হাবিবা খানম লিপিকা দে প্রমুখ। এছাড়াও তাঁর প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ও তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০