আজ বৃহস্পতিবার ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০, ৩০শে নভেম্বর ২০২৩

শিরোনাম:
গৌরীপুরে মনোনয়নপত্র জমা দিলেন ১৫জন প্রার্থী! ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল গৌরীপুরে মনোনয়নপত্র জমা দিলেন ১৪জন প্রার্থী! বিশিষ্ট সংগঠক, মানবাধিকার কর্মী সাংবাদিক রইছ উদ্দিনের ৪৩তম জন্মবার্ষিকী আজ কাল ৩০নভেম্বর এই দিনে গৌরীপুরে শহিদ হয় ৪ মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম : পলাশকান্দা ট্র্যাজেডি দিবস গৌরীপুরের শ্যামগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখার উদ্বোধন মনোনয়ন বঞ্চিতগণের সংবাদ সম্মেলন \ গৌরীপুরে নৌকা’র মাঝি পরিবর্তনের দাবী দ্বাদশ সংসদ নির্বাচনে গৌরীপুর জাপা’র প্রার্থী ডা. আকাশ ঈশ্বরগঞ্জে মোটর শুভাযাত্রায় আ’লীগ প্রার্থীকে সংবর্ধনা ভিক্ষা নয়, কর্ম করতে চায় প্রতিবন্ধী তৈযব আলী
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৭, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ




জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলো গৌরীপুরের দশ তরুণ-তরুণী!

বৃক্ষরোপণ, করোনাকালীন দুর্যোগে গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক ও লিফলেট বিতরণ, ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন, ইপিআই কমর্সূচির স্বাস্থ্যকর্মীর সাথে ছয়মাস সেবামূলক কাজ করে শিশু স্বাস্থ্য, পুষ্টি স্যালাইন ও টিকাদান কর্মী ব্যাজ অর্জনসহ সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের জন্য ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ৩জন স্বজনসহ ১০জন জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
বাংলাদেশ স্কাউটস্রে জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমূল হক, নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) উনু চিং, পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফা ও সহকারী পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. এখলাস উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত হলেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. এহসানুল হক জারিফ, মুনতাসির রহমান মাসুক, পার্থ পাল অনন্ত, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের মোয়াজ হোসেন সিয়াম, পূজা চৌধুরী, মুন দত্ত, মো. মাহফুজুর রহমান, নাফিজুল ইবনে বাসার তানভীর, পার্থ দেবনাথ, মো. সাকিবুল হাসান।
স্বজন সমাবেশের করোনাকালীন দুর্যোগে প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয় অংশ নেন জারিফ। ডেঙ্গু প্রতিরোধ, মাদক ও তামাক বিরোধী কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে। সে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক ও গৃহিণী পারভীন আক্তারের পুত্র। ভবিষ্যতে একজন শিক্ষক হতে চায়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছায়েদুর রহমানের পুত্র মাসুক। সে স্বজন পরিবারের একজন সদস্য। ৫ম শ্রেণির সমাপনিতে জিপিএ-৫ অর্জন করে। সে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হতে চায়। স্বজন পরিবারের আরেক সদস্য পার্থ পাল অনন্ত। সে ব্যবসায়ী রবি চন্দ্র পাল ও গৃহিনী লিপি রাণী পালের পুত্র। সেও ৫ম শ্রেণিতে জিপিএ-৫ অর্জন করে। ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
সিয়াম লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ব্যবসায়ী মো. শাহীন আলম ও দর্জি মোসা. মাহমুদা আক্তারের পুত্র। সে ভবিষ্যতে সৈনিক হতে চায়। ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী পূজা চৌধুরী। কৃষক সুকুমার চন্দ্র চৌধুরী ও দর্জি মায়া রানীর কন্যা। কাবদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন সে ভবিষ্যতে ম্যাজিস্ট্র্যাট হতে চায়। সে করেছে। যমুনা ফাটিলাইজার কোম্পানির এসিস্ট্যান্ট ক্যামিস্ট পরিতোষ কুমার দত্ত ও শিক্ষক লিপিকা দাসের কন্যা মুন দত্ত। সে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে আইনজীবি হতে চায়। চাকুরীজীবী মো. আব্দুল বারেক ও গৃহিণী জাহানারা বেগমের পুত্র মো. মাহফুজুর রহমান। সে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। সে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছিল। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের একজন অফিসার হতে চায়। নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র তানভীর এর আগেও শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। প্রবাসী ইবনে বাসার ও গৃহিণী নাছিমা খাতুনের পুত্র। এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। সে ডাক্তার হতে চায়।
অপরদিকে চান্দের সাটিয়া মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র পার্থ দেবনাথ। ব্যবসায়ী সুজন চন্দ্র দেবনাথ ও গৃহিণী রিনা রানী দেবনাথের পুত্র। শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন মো. সাকিবুল হাসান। সে কৃষক মো. দুলাল উদ্দিন ও গৃহিণী মোছা. রহিমা খাতুনের পুত্র। বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। সে ইঞ্জিনিয়ার হতে চায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০