ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটী ইউনিয়ন ছাত্রদলের ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি/২০২২) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহনাটী ইউনিয়ন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বক্তারা জানান, রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চিহ্নিতদের দিয়ে এ অবৈধ ও অসাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এ কমিটি প্রত্যাহারের দাবি জানান তারা।
ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতেবক্তব্য রাখেন ঘোষিত কমিটির সহসভাপতি মোঃ গোলাপ মিয়া, মোঃ আল মামুন মিয়া, মোঃ মাসুদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আল মাসুদ, সদস্য মো. শরিফ মিয়া। উল্লেখ্য যে, ৫নং সহনাটী ইউনিয়নে মো. হৃদয় শাহীনকে সভাপতি, মো. শহিদুল্লাহ কায়সারকে সাধারণ সম্পাদক ও মো. ইলিয়াছ কাঞ্চনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার (১ ফেব্রুয়ারি/২০২২) ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।