মঙ্গলবার, ২১শে মার্চ ২০২৩ -|- ৭ই চৈত্র, ১৪২৯-বসন্তকাল -|- ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ আগস্ট, ২০২১
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ

স্টাফ রির্পোটার :
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় শনিবার (৩১জুলাই/২০২১) সন্ধ্যায় অটোবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (২৫) নিহত হন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিলখলার মৃত নবী হোসেনের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কলতাপাড়া কৃষাণী মিলস্ এলাকায় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী অটোবাইকের সঙ্গে কিশোরগঞ্জগামী পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। গুরুত্বর আহত ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে রোমান মিয়া মারা যান। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. মাইনুল রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

টি.কে ওয়েভ-ইন