ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামে আব্দুর রহমান (৭৮) বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি/২০২২) সকাল সাড়ে ৭টায় মৃত্যু বরণ করেন। এর ৫টা পরেই মৃত্যুকুলে ঢলে পড়েন তার স্ত্রী জুবেদা খাতুন (৬৮)। স্বামী পরেই স্ত্রী মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মো. রফিকুল ইসলাম খোকন মেম্বার জানান, আব্দুর রহমান তার চাচা। বিশ^নাথপুর গ্রামের মৃত আছমত আলীর পুত্র। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় হঠাৎ করেই মৃত্যুবরণ করেন। তিনি জ¦রে আক্রান্ত ছিলেন। তার তেমন কোনো অসুস্থ্য ছিলেন না। তার চাচী জুবেদা খাতুনকে মা বলেই ডাকতেন। তার মা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। বাবার মৃত্যুর শোক সইতে পারেন নাই। তিনিই চিরবিদায় নেন দুপুর সাড়ে ১২টা। মৃত্যুকালে তারা ৩ ছেলে ৫ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আব্দুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। তার একপুত্র মো. মতিউর রহমান লাল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ মৃত্যুতে শোক প্রকাশ করেন লালখান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, আব্দুর রহমান একজন সাদামনের মানুষ ছিলেন। আমরা জীবনের এমন মৃত্যু দেখি নাই। দোয়া মহান রাব্বুল আল আমীন তাদের উভয়কে জান্নাতের সর্বোচ্চস্থানে আসীন করুন। আমিন।
উভয়ের জানাযার নামাজ ৫মিনিটের ব্যবধানে বিশ^নাথপুর নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিন্দ্রায় শায়িত হন স্বামী-স্ত্রী। দু’জনের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি।