দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১৭ সেপ্টেম্বর/২০২৩) গৌরীপুর স্বজন সমাবেশের ১৯তম বর্ষপূর্তি ও ২০তম জন্মোৎসব বর্ণিল কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। স্বজন সমাবেশ কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, স্বজন সংগীত, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রæপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধান নুরুল ইসলাম স্মরণে এক নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, দৈনিক যুগান্তর দেশের মানুষের পাঠকপ্রিয় পত্রিকা। মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশগঠনেও অগ্রণী ভূমিকা রাখছে। গৌরীপুরের স্বজনরা সারাদেশের উদাহরণ স্বরূপ। প্রত্যেক স্বজন মানবিকযোদ্ধা, সামাজিক আন্দোলনকারী। তবে সবাইকে দৈনিক যুগান্তর পড়তে হবে, পড়লে দৈনিক যুগান্তরের প্রচার-প্রসার বাড়বে।
সভাপতিত্ব করবেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনায় সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সেতু এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মো. আজিজুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা স্বজন শামীমা খানম মীনা, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, রমজান আলী মুক্তি, মোশারফ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, ক্রীড়া সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, স্বজন ইসরাক জাহান লাকী, আশিকুর রহমান রাজিব, আনিছুজ্জামান, মাসুদ রানা, সরকারি কলেজ স্বজনের সভাপতি আমিনুল ইসলাম খান তৈমুর, সাইফ আহমেদ, রমজানুর রহমান নাজিম, জিহাদ, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, গোপা দাস, আশিকুর রহমান রাজিব, শামীমা খানম, লুৎফা রূপা, মাহমুদা আক্তার লিপি, কামরুজ্জামান তালুকদার স্বপন, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তুপ্তি, তাহমিন ইসলাম আদিব, তাসফিয়া জামান রায়না, রুবাইয়াত ইসলাম রোদেলা, তায়্যিবা জামান রায়না।
২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর গৌরৗপুর পৌর ভবনের ছাদে মাত্র ১৩জন সদস্য নিয়ে গৌরীপুর স্বজন সমাবেশের যাত্রা শুরু করে। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের জন্য ২০০৯ সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জন করে। বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীর জন্য ২০১৪সালে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বিশেষ সম্মাননা, করোনাকালীন দুর্যোগে বিশেষ ভূমিকার জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। সংগঠনের কৃতি খেলোয়াড় সুসমিতা ঘোষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণপদক অর্জন করেন। শিশু সংগী শিল্পী লাবিবা ইসলাম রুদিতা জাতীয় পর্যায়ে দু’বার স্বর্ণপদক অর্জন করেন। চ্যানেল আই সেরাকন্ঠে দেশসেরা সংগীত শিল্পী হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন অনিরুদ্ধ রশিদ শুভ।