সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গৌরীপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা তানিয়া লিপি ও প্রশিক্ষক মো: সোহাগ মিয়া । গৌরীপুরে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৩টি মন্ডপে ৪৫৪ জন আনসার সদস্য ও সদস্যা মোতায়ন করা হয়। উপজেলার পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা তানিয়া লিপি ও প্রশিক্ষক মো: সোহাগ মিয়া। এ সময় সাথে ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান টিটু, দলনেতা সামছুজ্জামান আরিফ, আজমল হক, ওয়ালিউল্লাল রুবেল, শফিকুল ইসলাম,,কালীখলা রক্ষা কালিমন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, দূর্গাবাড়ি মন্দিরের সভাপতি পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা তানিয়া লিপি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে সভা করা হয়েছে। উপজেলার সবগুলো পূজা মন্ডপ পরিদর্শন করা হচ্ছে ও প্রতিটি মন্ডপেই আনসার সদস্য ও সদস্যাদের মাধ্যমে কটোর নিরাপত্তা জুরদার করা হয়েছে।