বিস্মৃত সবাই! জেলেরা অবাক; হতবাক হয়েছেন মৎস্যচাষী মো. তাহের উদ্দিন নিজেও। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিন পুত্র।গেল এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ অক্টোবর/২৩) রাতে।
তিনি জানান, সাড়ে ৪হাজার টাকায় দেড় কেজি দেশীয় প্রজাতির শিং মাছের রেনু ছাড়েন পুকুরে। ১৫শতাংশের পুকুরটির একাংশ বর্ষার পানিতে ক্ষতিগ্রস্থও হয়। তারপরে নেট জাল দিয়ে মাছ রক্ষা করেন। শুক্রবার সকালে ৮জন স্থানীয় জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। জাল টান দেয়ার পর জেলে বলতে থাকেন, জাল উঠানো যাচ্ছে না। এ সময় আশপাশের প্রতিবেশীরাও ছুটে আসেন জাল টানতে। পাড়ে ভিড়নোর পর সবার চোখে ‘থ’ লেগে যায়। এ প্রসঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হক (৫৫) জানান, এক সঙ্গে এক টানে এতো মাছ জীবনেও দেখি নাই। খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতাও ভিড় করেন। মাপা শেষে জানা যায় একটানে জালে উঠে আসে ৭৮মণ ৩১ কেজি শিং মাছ। প্রতি মণ মাছ ঢাকার পাইকারদের নিকট ৯হাজার টাকা ধরে বিক্রি করেছেন। যার বিক্রয় মূল্য এসেছে ৭লাখ ৮হাজার ৯৭৫টাকা।
মৎস্যচাষী মো. তাহের উদ্দিন যুগান্তরকে বলেন, আসলে পুকুরে এতো মাছ আছে সেটা ভাবতেই পারি নাই। সবই আল্লাহ’র ইচ্ছে, তাঁর নিকট শোকরিয়া জানাচ্ছি।