ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৭ সেপ্টেম্বর/২৩) জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমুখ। মেলায় ৩৫টি স্টল বসে। মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।