বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল হকের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, প্রধান অতিথি ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নূরুল হক, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ আকন্দ, ছগীর আহমেদ, মীর হোসেন সরকার,স্বেচ্ছাসেবক দলদলের জেলার যুগ্মআহ্বায়ক রাইসুল ইসলাম,ফরিদুল ইসলাম স্বপন, মন্জুরুল হক ছাত্র দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, বাহালুল মুন্সি,সেলিম সহ বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।