আজ সোমবার ২০শে অগ্রহায়ণ, ১৪৩০, ৫ই ডিসেম্বর ২০২৩

||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২০, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও যুগান্তরের জন্মদিনের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি/২০২০) পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পাবলিক হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)।
এ প্রতিযোগিতায় উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২৯জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯১জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক মোঃ আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিসবাহ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার মোঃ আব্দুল বাছেদ, পপির সিনিয়র ব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হক, স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, মোঃ আব্দুল মালেক, আব্দুল মান্নান, শামীমা খানম মীনা, মোঃ ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মান্নান, স্বজন অনামিকা সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, চায়না রানী সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, তাসাদদুল করিম, নুর মোহাম্মদ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।


পুরস্কার প্রাপ্ত বিজয়ী প্রতিযোগীরা হলেন প্লে-নার্সারী গ্রুপে হোমায়রা তাসনিম আসফী, আহনাফ রশিদ তনয়, তাহমিন ইসলাম আদিব, জাইয়ান মুনতাসিফ, শ্যামাশ্রী ঘোষ (বৃন্দা), প্রথম শ্রেণিতে মারইয়ান বিনতে মালেক নিসা, তাহসিন খান শীর্ষ, কাশফিয়া জাহান তৃপ্তি, নাফিস, রিফাহ তাসনিয়া তরী, দেবজীত দেবনাথ অর্থ, নাবিল। দ্বিতীয় শ্রেণির জুলিয়ন সরকার পুনম, যারিন সুবাহ রাইসা, অরিত্র সরকার, সাবিহা জাহিদ, সিদরাতুল মুনতাহা, অংকিতা দেবনাথ, তাফান্নুর মোতারিজ হিয়া, তৃতীয় শ্রেণির গোলাম শাহরিয়ার ইফতি, মরিয়ম আফরিন মীম, রিজবান রিসাদ লামিম, মোঃ জাহিদ হাসান, গোবিন্দ পাল অভি, শারিকা প্রজ্ঞা, চর্তুথ শ্রেণির আনিকা তাবাস্সুম সেজুঁতি, সামিয়া আক্তার জুই, ফারাহ মাহমুদ মেধা, ইসরাত জাহান মিতু, মোঃ মাহির ফয়সাল যায়িদ, মোছাঃ কাকলি আক্তার সামিয়া, জয় চন্দ্র দে, জাসিয়া জান্নাত প্রিথিলা, নিপুন আক্তার পলি, পঞ্চম শ্রেণির আরাফাত ইসলাম সৌরভ, হোমায়রা তাবাস্সুম আরাবী, খাদিজাতুল সাদিয়া, অনিন্দ্য সরকার স্বপ্ন, যারিন সোবাহ পৌষী, মাহবুবা রহমান মুক্তি, কাজী ইকরা হক তোয়া, মোঃ আতিফ ফয়সাল সানি, শুভজিৎ দেবনাথ তীর্থ, তাজরিয়ান সুলতানা।


ষষ্ঠ শ্রেণির নুসরাত জাহান মিথিলা, জিন্নাতুন নূর ইফা নুসরাত জাহান মীম, প্রত্যাশা দাস, পুলক সরকার টুটুল, নুসরাত আলম ইভা, রুপমা সরকার প্রমি, আমাতুর রহমান মাইমুনা, মেহেবুন্নেছা তন্নী, মোছাঃ ঝুমা আক্তার কনা, আনিকা ইসলাম শ্রুতি, অভিজিত চক্রবর্তী (অভি), নূরে তাবাসসুম মায়ষী, পৃথা এস পূর্বা, মোঃ সাইসান মন্ডল, এহসানুল হক জারিফ, রহান আবসার তাইফ, তাইয়্যেবা জামান রায়না, গীতা পাল (নুপুর), মাশিয়াত রাহমান লামিয়া, অষ্টম শ্রেণির মৃত্তিকা রায়, মাহ্দিয়া সালাম দিয়া, মুনাওয়ারা তাসনিম জান্নাত, রেজুয়ানা জান্নাত অর্জিতা, তাহমিদ ইসলাম, তাসফিয়া ইসলাম প্রভা, ঐশ্বরিয়া পাল, ইরফাত জাহান ইমা, শাকিবা আক্তার সালমা, সামিয়া আক্তার মেহেরুন, নবম শ্রেণির অনুপমা সরকার শর্মী, নাজনীন জান্নাত অর্পিতা, ইনস্রা নানজিবা তাদুবিহ্, অনন্যা উর্মি, ইয়ামিনা অনন্যা, সাদিয়া জামান রাইসা, দশম শ্রেণির ফাতেমা তুন নূর ইলমি, তাহমিনা আক্তার রিমি, তাসমীম রশিদ অপর্না, মাহমুদা রহমান মুন্নী, উম্মে তাবাসসুম ছোঁয়া, জান্নাতুল ফেরদৌস মৌমিতা, জান্নাতুল ফেরদৌস নিসা, ফাতেম আনজুম ইকরা, মহিমা আক্তার ও আইরিন ফেরদৌসী ইমি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১