ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্বাধীন বাংলায় মফস্বলের শতবাঁধা পেরিয়ে তৎকালীন সময়ে দেশের আলোচিত ‘ মাসিক পাতা’ এর সম্পাদক ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফরহাদুজ্জামান (এমরান স্যার) আজ রোববার (৩ এপ্রিল/২০২২) প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর বাড়ি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সনে ফরহাদুজ্জামান এমরানের সম্পাদনায় প্রকাশিত হয় ‘মাসিক পাতা’ নামের পত্রিকা। ওই সময়ের প্রতিটি সংখ্যায় দেশের খ্যাতিমান সাহিত্যিকদের লেখায় মফস্বলের পত্রিকাটির পৃষ্ঠা ভরে ওঠত। বিশিষ্ট লেখকদের মধ্যে কবি সুফিয়া কামাল, আব্দুল মান্নান সৈয়দ ছিলেন অন্যতম। ১৯৮২সাল থেকে পত্রিকাটি নিয়মিত ও প্রচারে ঈর্ষান্বিত পর্যায়ে পৌছে যায়। সেই সময়ে যুক্ত হন খ্যাতিমান লেখিকা তসলিম নাসরিন। এ পত্রিকাটি ১৯৯২সালে নিবন্ধিত হয়। গৌরীপুরের এ গন্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যেত ‘মাসিক পাতা’। তখনকার সময়ে ফরহাদুজ্জামান এমরানের সম্পাদনায় এ ‘মাসিক পাতা’ পত্রিকার দেশজুড়ে বিশাল পাঠক ও গ্রাহক সৃষ্টি করতে সক্ষম হয়। সাংবাদিক শিক্ষক ফরহাদুজ্জামান এমরানের একমাত্র কন্যা ফারিজা জামান অমি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।