গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন কলাদিয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবক উপজেলা হাসপাতালের প্রধান সহকারী হাজী আব্দুস সামাদ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে এক পুত্র, এক কন্যা, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি ও স্বজন মেডিকেল টিম প্রধান ডাঃ একেএম মাহফুজুল হকের বাবা। বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম মিন্টু এর শশুড়।
শুক্রবার (২০মার্চ/২০২০) মরহুমের জানাযার নামাজ চানপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যানে সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান শহীদুর হক সরকার, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।