আজ রবিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০, ৪ঠা জুন ২০২৩

বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ




গাজীপুর সিটি কাউন্সিলরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরুর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত নোটিশটি গত ১৬ মার্চ তার কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, নুরুল ইসলাম জ্ঞাত আয়ের বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।

তার নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী পেশ করতে বলা হয়েছে। একইসঙ্গে দায়-দেনা, আয়ের উৎস ও সেসব অর্জনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদক আইন-২০০৪ এর ২৬(১) দ্বারা কাউন্সিলর নুরুল ইসলাম ও তার পোষ্যদের সম্পদের হিসাব চাওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করা হলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০