ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও মনোনয়ন প্রত্যাশী প্রাথীর পক্ষে পৃথক ভাবে পালন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার মোড়ালে পুষ্পাঘ্য প্রদান, ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ দলীয় কাযালয়ে কেক কাটা, আলোচনা সভা করা হয়। অপরদিকে সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোটের অ্যাভোকেট শাহ মঞ্জুরুল হকের পক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে কেক কাটেন
এদিকে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল ভুঞা তার কাযালয়ে ইউপি সদস্য দের নিয়ে কেক কেটে দিবসটি পালন করেন