ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭ম ধাপের ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নে উপজেলা যুবলীগের উদ্যোগে নৌকার পক্ষে ব্যাপক প্রচারনা শুরু করেছে। সোমবার উপজেলার বড়হিত ও উচাখিলা ইউনিয়নে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা যুবলীগ সভাপতি আবুল খায়ের জানান, যুবলীগের সকল পর্যয়ের নেতাকর্মীদের মাঠে থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন, উচাখিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক, বড়হিত ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান দুঃখু ও স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।