গৌরীপুর প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার এবার জিপিএ-৫ পেয়েছে নুসরাত আলম ইভা। সে গৌরীপুর পৌর শহরর দি চাইল্ড ফেয়ার একাডেমি থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়। সে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের কর্মচারী তোফায়েল আলম ও গৃহিনী মার্জিয়া খানম শিল্পীর কন্যা। ইভার ডাক্তার হতে চায়। সবার নিকট দোয়া প্রার্থী।