আমি ন-ই কবি।
তবুও এলোমেলো বর্ণ দিয়ে চরণ মিলিয়ে চলি।
আমি ন-ই শিল্পী।
তবুও মনের রংতুলি দিয়ে কল্পনায় ছবি আঁকি।
আমি ন-ই গায়িকা।
তবুও বেসুরো গলায় গুণ গুণ সুরে গেয়ে যা-ই গান।
আমি ন-ই অভিনেতী।
তবুও আমি অভিনয়ে ব্যস্ত সারাবেলা।
আমি ন-ই আকাশ।
তবুও আমার মন আকাশের মতোই বিশাল।
আমি ন-ই চাঁদ।
তবুও আলো, আঁধারের লগ্নে আলোকিত করি।
আমি ন-ই সাগর।
তবুও কষ্টের স্রোতে ভেসে ভেসে বেড়াই।
আমি ন-ই ঝরনা।
তবুও জল ঝরে পড়ে অবিরাম।
আমি মরুভূমির প্রখর।
আমি আমাবস্যার অন্ধকার রাত্রি।
তা-ই তো কষ্ট আর যন্ত্রণা সয়ে সয়ে হয়ে গেছি আজ পাথর।।
শুধুই পাথরের ন্যায়।
নেই কোন প্রাণের স্পন্দন।